কুমিল্লায় প্রবাসী পরিবারের উপর সন্তাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক প্রবাসী পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনার ১৫দিনেও কাউকে গ্রেফতার না করায় সংবাদ সম্মেলন ও মানবন্ধন করেছে এলাকাসী ও ভুক্তভোগীর পরিবার।বৃহস্পতিবার দুপুরে জেলার লালমাই উপজেলার বাগমারার সৈয়দপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাস ফেরত শফিকুল ইসলাম। এসময় তিনি অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম নামের স্থানীয় এক প্রভাবশালীর নিকট পাওনা টাকা চাওয়া ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায় রফিক ও সন্ত্রাসীবাহিনী। এসময় তার দুই মেয়ে ও স্ত্রীসহ ৫জনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে এ বিষয়ে রফিকুল ইসলামসহ ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়েরের ১৫দিন পার হলেও আসামিদের গ্রেফতার করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, মামলা পর থেকে তাদের বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকিসহ তাদের বসত বাড়িতে আসতে বাাঁধা দিচ্ছে মামলার আসামীরা।