লালপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার কাজের উদ্বোধন
সালাহ উদ্দিন , লালপুর ( নাটোর ) : নাটোরের লালপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ৩১ মার্চ ) লালপুর উপজেলার ওয়ালিয়া থেকে কদিমচিলান হাট, দাঁড়পাড়া থেকে গুদরা ব্রীজ এবং কলস নগর মুজিব বটতলা থেকে আঙ্গারী পাড়া পর্যন্ত পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন নাটোর-১ , ( লালপুর – বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য , নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃশহিদুলইসলাম বকুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নেএই রাস্তানির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, উপ-সহকারী প্রকৌলশী আলমগীর কবির, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সম্পাদক রোকনুজ্জামান লুলু , লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদাক তৌহিদুল ইসলাম বাঘা, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম সিদ্দীকি প্রমুখ ।