নিখোঁজ সংবাদ
ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম গিলাবাড়ী গ্রামের তাজমুল মেয়ে মোছাঃ তানিয়া (১৩) গত ২৬ /০৩ /২০২১ ইং হইতে দিনাজপুর কোতোয়ালি থানাধীন , কসবা মিশন রোডস্হ শান্তি ভিনসেণ্ট হাসপাতালের সামনে থেকে হারিয়ে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং শ্যামলা কালো। উচ্চতা আনুমানিক ৫ ফুট ০৩ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার ও বেগুনী- রংয়ের ফ্রক ও হলুদ ওড়না এবং মাথায় স্কফ শরীরের গড়ন – মাঝারী ধরনের, মাথার চুল কালো ও ছোট এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা মাতা শিল্পী বেগম বা পিতা তাজমুুল নম্বরে (০১৭৩৮৫৫৭২১৭) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।অথবা ঠাকুরগাঁও সদর থানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।