মুরাদনগর ৫০টি এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ—সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে ৫০টি এতিমখানায় ১হাজার এতিমকে জনপ্রতি ৫০ কেজি বুট, মটর ডাল ৫০ কেজি, মটর ৫০ কেজি, খেজুর ২ কেজি, মুড়ি ৫০ কেজি ও তৈল ২৪ লিটার ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্ধোধন।আওয়ামীলীগ কেন্দ্রীয় সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের(এফসিএ) নিজস্ব অর্থায়নে মুরাদনগর উপজেলা ৫০টি এতিমখানায় এসব ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মুরাদনগর উপজেলা পরিষদ মাঠ প্রঙ্গণে মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইফসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম.রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগ আহবায়ক আবু মুছা আল কবির, করিমপুর এতিমখানা মোহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ, ধরানী মাদ্রাসা মোহতামিম মুফতি মমিনুল রহমান, মুফতি মানসুর প্রমুখ। সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের(এফসিএ) বলেন, শনিবার সকাল থেকে সারা মুরাদনগর উপজেলায় ৫০টি এতিম খানায় ত্রানসামগ্রী বিতারণ করেছি। ৩০ দিন সহি ভাবে মাহে রমজার পালন করে দোয়া করলে আল্লাহতায়ালা আমাদের রহম ও ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাকে ভাল রিজিক দিয়েছেন। আমার প্রতিবেশী যদি ভাল ইফতার না করতে পারে তাহলে এ রোজা কোর অর্থ হয় না। আল্লাহপাক কতটুকু কবুল করবেন আমি জানিনা। সমাজের আমাদের একটি দায়িত্ব রয়েছে। এতিম ছেলে মেয়েরা কোন ভাবে বঞ্চিত না হয়। আসুন, আমরা খোজ নেই? কে কস্টে আছেন, দুঃখে আছেন। এই মাহে রমজান মাসে। এতিমদের পাশে দাঁড়ান।