হোমনায় ছানাউল্লাহ্ সরকার পরিবারের ইফতার সামগ্রী বিতরণ

Spread the love

কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লার হোমনায় প্রতি বছরের ন্যায় এবারও তাতুয়ারচর গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব ছানাউল্লাহ্ সরকারের এর পরিবারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চান্দেরচর ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর ও আওয়ামীলী নেতা মো. জাকির হোসাইন সরকার। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, খেজুর, মুড়ি, ছোলাবুট, চিনি, পেয়াজ, মসুর ডাল, সয়াবিন তেল ও সেমাই। দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক সাহায্যের জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন আওয়ামীলী নেতা মো. জাকির হোসাইন সরকার। সেই সাথে করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. আলহাজ্ব ছানাউল্লাহ্ সরকার, সাবেক ওয়ার্ড মেম্বার আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকার, বর্তমান ওয়ার্ড মেম্বার মো. খোকন সরকার, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মো. মহসিন সরকার, আসাদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়ার সহ-সভাপতি মো. আরাফাত হোসেন সরকার, চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাকারিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলম, ছাত্রলীগ নেতা ছাদেকুর রহমান, তৌহিদুল সরকার, রিফাত সরকার, চান্দেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল সরকার, মবিন সরকার সহ আরো অনেকে। উল্লেখ্য, আলহাজ্ব ছানাউল্লাহ্ সরকার এর পরিবার ইউনিয়নে শীতবস্ত্র, মসজিদ নির্মাণে অংশগ্রহণ ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *