মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

Spread the love

মাহবুব আলম আরিফঃ মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মোঃ খোরশেদ আলম চৌধূরীর দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মুরাদনগর উপজেলা সদরের কলেজ পাড়া চৌধূরী বাড়ীর মৃত আব্দুল কাদের চৌধূরীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সদরের বড় মাদ্রামা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মুরাদনগর উপজেলা প্রশানের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধূরী কে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ শেষে ক্যাপ্টেন এস কে এম সাদমান হোসেন এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টেরমেন্ট সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম চৌধূরীকে মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থানে দাফন করে বিদায়ী সালাম প্রদান করেন সেনাবাহিনীর একটি টিম।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে দ্রæত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে খোরশেদ আলম চৌধূরী স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *