সাংবাদিক রমিজ খানের জন্য মানবিক সাহায্যের আবেদন

Spread the love

অনলাইন টাইমস ডেক্সঃ কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত একটি নাম রমিজ খান। তিনি একাধারে সংগঠক সাহিত্যানুরাগী ছড়াকার ও সাংবাদিক। উষসী পরিষদ কুমিল্লার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ৪০ বছর যাবত নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে আজ জাতীয় পর্যায়ে পরিচিত করতে সক্ষম হয়েছেন। এই সংগঠন থেকে সৃষ্টি হয়ে শত শত প্রতিভাধর সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী আজ দেশ বিদেশে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত হয়ে সমাজে নেতৃত্ব দিচ্ছেন। আমরা এই প্রতিভাধর সংগঠক রমিজ খানের প্রতি মুগ্ধ ও কৃতজ্ঞ।তিনি একজন সনামধন্য সাংবাদিক। তাঁর নেতৃত্বগুণে কুমিল্লার সাংবাদিকমহল একসময় ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতা পেশাকে নন্দিত করতে পেরেছেন। কুমিল্লা প্রেসক্লাবের তিনি বেশ ক’বছর সভাপতিও ছিলেন।প্রতিথযশা এই সাংবাদিক ও সংগঠক রমিজ খান আজ দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়ছেন। তাঁর রোগের নাম MDS (Myelodysplastic Syndome)। এই রোগের কারনে দেহে রক্ত উৎপাদিত হয় না, plaetlet দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখতে হয়। গত কয়েক মাসে হাসপাতালের বিল দিতে দিতে বর্তমানে তাঁর পরিবারের অবস্থা খুবই সংকটজনক। ডাক্তারের পরামর্শ হলো আরও অন্তত ছয় মাস তাঁদের চিকিৎসা চালিয়ে যেতে হবে তাহলে রোগীর উন্নতির সম্ভাবনা আছে। দুশ্চিন্তার কারন হলো ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকার যোগান দেওয়া এই পরিবারের পক্ষে আরতো সম্ভব হচ্ছে না! রমিজ খান কাঁন্নাজড়িত কন্ঠে আমাদের জানিয়েছেন, “আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান।”তাঁর এই আকুতিভরা কাঁন্নায় সারা দিয়ে আসুন না আমরা সবাই মিলে জনহিতৈষী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একজন বলিষ্ঠ সংগঠক ও প্রতিভাবান সাংবাদিককে একটু একটু আর্থিক সহযোগিতা দিয়ে এই দূরারোগ্য ব্যাধি থেকে তাঁকে সুস্থ করে তুলি এবং একটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলি!ব্যাংক একাউন্টঃস্কাইনো টেকনোলজিপ্রোপ্রাইটর- রমিজ খানa/c no 0100218916231, জনতা ব্যাংকআরামবাগ, কর্পোরেট শাখা, ঢাকা।বিকাশ পার্সোনালঃ 01911 738373

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *