মুরাদনগরে ১শ’ জন কৃষি উদ্যোক্তাকে কারিগরী প্রশিক্ষণ
সাদিয়া আক্তারঃ আম, কুল, মাস্টা, ড্রাগণ ফল, সিডলেস লেবু, পেয়ারা, বারোমাসী তরমুজ উপর ১শ’ জন কৃষি উদ্যোক্তাকে কারিগরী প্রশিক্ষণের সহযোগিতা করেছে মুরাদনগর উপজেলা কৃষি অফিস। বুধবার (০৫ মে/’২১ খ্রিঃ) মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন উপলক্ষে আলোচনা সভায় মুরাদনগর উপজেলা কৃষি বিদ মাইন উদ্দিন আহমেদ সোহাগ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা মুসলিমী মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষিবিদ মোঃ নুর আলমের উপস্থিপনায় এসএপিপিও প্রদীপ কুমার সাহা, আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন সরকার, মোঃ মনির হোসেন, মোঃ সাইদুল রহমানসহ কৃষক কৃষাণীবৃন্দ। আলোচক গণ “ কৃষক পর্ায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্ বছরে খরিপ-২ মৌসুমে বাস্তবায়িত প্রদর্নী (বারি মাসকলই-৩) এর উপর টেকনিক্যাল আলোচনা করেন এবং উক্ত প্রকল্পের আওতায় গঠিত স্থানীয় নবীপুর এসএমই ভক্ত চাষী মোরশেদ , আনু মিয়াসহ অন্যান্যাতের গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন ও ব্যাবসা সম্পকে ধারণা দেন। কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, লাভজনক কৃষি গড়তে মুরাদনগর উপজেলা কৃষি অফিস হতে ১শ’ জন কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ চলমান রয়েছে। ফসল চাষের পাশাপাশি যারা আম, কুল, মাস্টা, ড্রাগণ ফল, সিডলেস লেবু, পেয়ারা, বারোমাসী তরমুজসহ বিভিন্ন লাভজনক কৃষি উদ্যোগ নিতে চান, তাদের উপজেলা কৃষি অফিস হতে কারিগরী প্রশিক্ষণসহ সহযোগিতা করা হবে।