তিতাসে ইকরামুল মুসলিমিন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার

Spread the love

হালিম সৈকত: কুমিল্লার তিতাসের হরিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমিন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

ইসলামের সেবা ও মানবকল্যাণে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে গত এক বছর আগে রমযানে সংগঠনটি যাত্রা শুরু করে। ৮ মে শনিবার হরিপুর জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইকরামুল মুসলিমিন সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি হাফেজ মোঃ আশরাফুলের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক হালিম সৈকত,  তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম সবুজ, পোড়াকান্দি গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল,  আলীনগর গ্রামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী মানব সেবা সংগঠনের প্রচার সম্পাদক হাসান আহমেদ  প্রমূখ।পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় আরও  উপস্থিত ছিলেন, ইকরামূল মুসলিমিন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা তাজুল ইসলাম, সহ সভাপতি জসিম আহমেদ, পারভেজ হোসেন,  প্রচার সম্পাদক শাহজালাল শরীফ,  অর্থ সম্পাদক মোঃ ইউসূফ, ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ আহমেদ,  মোঃ জুয়েল রানা,  ইব্রাহিম, হিলফুল ফুজুল সংগঠনের ছবির সরকার,  সহ সাধারণ সম্পাদক পারভেজ সরকার,  সহ সাংগঠনিক সম্পাদক মামুন সরকার,  অর্থ সম্পাদক মুন্না,  ব্যবস্থাপনা সম্পাদক মুন্না, সহকারি পরিদর্শন সম্পাদক সুমন ও অর্ণিবার্ন সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। ইকরামুল মুসলিমিন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক বাবুল আহমেদ বিশেষ কারণে ঢাকায় অবস্থান করলেও তিনি মোবাইল ফোনে  এক প্রতিক্রিয়ায় বলেন, মানবসেবার উদ্দেশ্য নিয়েই সংগঠনটি  প্রতিষ্ঠা করা হয়েছে। ইতোমধ্যে আমরা অল্প কিছু কাজ করেছি।  সকলের সহযোগিতায় সংগঠনটি এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *