বাঙ্গরায় ১৬ কেজিসহ ২ মাদক ব্যবসায়ী আটক
হিরামনিঃ ১৬ কেজিসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, গত শুক্রবার(১৪ মে ২০২১) পবিত্র ঈদুল ফিতরের দিবাগত রাতে কুমিল্লা জেলা বাঙ্গরা বাজার থানার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এএসআই মেহেদী হাসান, এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর ভূমি অফিসের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হতে ০১টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা এবং ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হায়দরাবাদ ইউনিয়নের কৈশার গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০) ও আন্দিকুট গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে সিএনজি অটোরিক্সা চালক মোঃ খোকন মিয়া ওরফে কনু মিয়া (৩৫)কে গ্রেফতারকরেন। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার বলেন, ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বাঙ্গরা বাজার থানায় নিয়মিত মামলা করে আসামী সোহেল মিয়া (৪০) ও মোঃ খোকন মিয়া ওরফে কনু মিয়া যথানিয়মে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।