দাউদকান্দিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
আলমগীর হোসেন: কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গোমতী সেতু এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে মারাত্মক আহত বিল্লাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, বিল্লাল হোসেন তার চাচাতো ভাই ইলিয়াস এবং ভগ্নিপতি ইব্রাহিম ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর থেকে কর্মস্থল ঢাকায় ফেরার পথে লকডাউনে গাড়ি না পেয়ে মোটরসাইকেলযোগে চাঁদপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার পথে রওনা হয়। দাউদকান্দি টোলপ্লাজা পার হয়ে গোমতী সেতুর ঢালে পৌঁছলে চার ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। এসময় মোটরসাইকেলে থাকা তিন জনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেয়। এসময় ছিনতাইকারীরা বিল্লাল হোসেনকে ছুরি দিয়ে একাধিক আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে গৌরীপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন শরীয়তপুর জেলার সখিপুর থানার বালাকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী মো: ইয়াছিন মাহমুদের ছেলে। সে ঢাকার একটি এসি কোম্পানীতে কর্মরত ছিলেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।