সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মুরাদনগরে সাংবাদিকদের মানববন্ধন

Spread the love

মোঃ রুহুল আমিনঃ প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার সংবাদকর্মীরা। গতকাল বুধবার (১৯ মে/’২১খ্রিঃ সকালে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাহবুব আলম আরিফের উপস্থাপনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, আজিজুর রহমান রনি, আব্দুল আউয়াল সরকার, এমকেআই জাবেদ, ডা: মোহাম্মদ রুহুল আমিন, এন এ মুরাদ, সফিকুল ইসলাম, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মনিরুজ্জামান, শামীম আহম্মেদ, হাফেজ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রাসেল মিয়া, এন এ মুরাদ, দেলোয়ার হোসেন, ফাহাদ রহমান, এম এইচ শুভ, রাসেল মিয়া, মাহফুজুর রহমান রুবেল, ফয়জুল ইসলাম ফয়সাল, বশির আহাম্মদ ডালিম, সাজ্জাদ হোসেন শিমুল, আরিফ গাজী, আক্তার হোসেন ভুইয়া, নজরুল ইসলাম, মুন্সী মহসীন উদ্দিন আহাম্মদ প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্তে মুক্তিসহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ’অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধ করারও দাবি জানাই। বাংলাদেশের পুলিশ এবং কর্তৃপক্ষের উচিত সাংবাদিক রোজিনা ইসলামের কাজকে ’জনগণের সেবা’ হিসেবে গণ্য করা এবং শিগগিরই তার বিরুদ্ধে করা মামলা তুলে নিয়ে মুক্তি দেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তিনি ’আক্রোশের শিকার’ হয়েছেন বলে আমাদের সন্দেহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *