সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার: প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ রেখে নির্যাতন, মিথ্যা মামলা, রিমান্ড আবেদনের প্রতিবাদে চাঁদপুরে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) ১১ টায় শহরের কালিবাড়ির মোড় শপথ চত্বরে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি দাবি ও তাকে নির্যাতন ও হেনস্থায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, মোহাম্মদ শহীদ পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শরীফ চৌধুরী। সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসানুল্লাহ, লক্ষণ চন্দ্র সূত্রধর, জি এম শাহীন, সোহেল রুশদী। চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের ও সাধারণ সম্পাদক কে এম মাসুদ,অধ্যাপক মোসারেফ হোসেন,চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ বিপ্লব সরকার ,অধ্যাপক দেলোয়ার আহমেদ, কাদের পলাশসহ চাঁদপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *