মুরাদনগরে ১৭২৫ হাঁস চুরি

Spread the love

আবুল কালাম আজাদঃ মুরাদনগরে চুরির ১৭২৫ পিছ হাঁস পিকাআপ ভ্যান গাড়ীসহ  তিনজন নেত্রকোনায় আটক। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়,মুরাদনগর উপজেলা ডালপা গ্রামের বিলে জহিরুল ইসলাম নামে এক ব্যাক্তি একটি হাঁসের খামার থেকে ২৯০০ পিছ হাঁস দিয়ে ব্যাবসা করছিলেন। গত ১৫ মে রাতে তাঁর খামারের সকল হাঁস ও কর্মচারীরা উধাও হয়ে যায়। গত ১৭ মে এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় জহিরুল ইসলাম বাদী দায়ের করেন।  খামারীর হাঁস চুরির বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গত শুক্রবার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও স্থানীয় থানায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা গোড়াউতরা এলাকা বিশেষ অভিযান চালিয়ে ১৭২৫ পিছ হাঁসসহ ৩জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা বানিহারী গ্রামের মৃতঃ মুকছুদ আলীর ছেলে শাহিন(৩৭), একই থানা ফিরোজপুর গ্রামের হাজী মোঃ রহমানের ছেলে আরমান মিয়া(১৯) ও সুনামগঞ্জ জেলা ধর্মপাশা থানা আছমতপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রবিউল আউয়াল(৩৩)। বাঙ্গরাবাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামারুজ্জামান তালুকদার জানান, খামারীর হাঁস চুরির মামলায় ১৭২৫ পিছ হাঁস পিকাআপ ভ্যান গাড়ীসহ  ৩জনকে আটক করা হয়েছে। আসামীগণকে ২ শে মে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে রাখার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *