মুরাদনগরে ৩০৬ গৃহহীন পরিবার পাবে মাথা গোঁজর ঠাই

Spread the love

আবুল কালাম আজাদঃ স্বামী মারা যাওয়ার পর নদীও নিয়ে যায় তার বাড়ি ও ভিটে। ৩ সন্তান নিয়ে ঠাঁই হয় অন্যের জমিতে। বছরের পর বছর এভাবেই থেকে ছেলে সন্তান বড় করে মমতাজ বেগম (৬৩)। দিনমজুর ছেলেরাও বড় হয়ে নিজের সংসার পেতে আলাদা হয়ে গেছে। এখন ছোট ছেলের আয়ে তার সংসার চলে জোড়াতালি দিয়ে। এভাবে টানাপুরুন জীবনে খবর পেলেন শেখ হাসিনা ঘর দিবে। আবেদন করলেন। ঘরও পাওয়ার আশায় আছেন।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁকাঘর পেয়ে খুশি। শুধু মমতাজ বেগমই নয় তার মতো কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৩শ ছয়টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ উপহার পাচ্ছেন। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুণ খুশি ভূমিহীন হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো।

মুরাদনগরে গৃহহীন পরিবারকে মুজিব বর্ষের উপহার হিসেবে পাঁকাঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর উপহার পেয়ে খুশিতে আত্মহারা হতদরিদ্র ভূমি ও গৃহহীন ওইসব পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শনে গেলে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন ঘর পাওয়া পরিবারগুলো।

পরিদর্শনকালে সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ঘরগুলো ব্যবহারের উপযোগী হলেই, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে দুই শতাংশ জমির রেজিস্ট্রি দলিলসহ এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, এ ¯ে¬াগানকে সামনে রেখে সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। অসহায় মানুষের মাঝে শুধু ঘর নয়, থাকছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না করে নিজেরাই ঘর নির্মাণ করছেন। ফলে কম খরচে ভাল মানের ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *