পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক—-মোঃ শাহিনুর রহমান শাহিন

Spread the love

সাংবাদিকদের কাজ অপরাধ তুলে ধরা আর পুলিশের কাজ সেই অপরাধ নির্মুল করা। পুলিশ হতে যেমন ছয়মাস/একবছরের মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন হয়। ঠিক তেমনি সাংবাদিক হতে হলে মৌলিক প্রশিক্ষণসহ সাংবাদিকতার আদর্শলিপি বেশি বেশি করে পড়তে হবে। বাজার থেকে কাপড় কিনে পুলিশের ড্রেস তৈরী করে রাস্তায় দাঁড়ালেই যেমন পুলিশ হওয়া যায়না। ঠিক তেমনি গলায় আইডি কার্ড আর হাতে কলম/ক্যামেরা নিয়ে রাস্তায় বের হলেই সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিক শব্দটি ছোট হলেও বাংলাদেশ সংবিধানে লেখা রয়েছে মহান পেশা। সাংবাদিকতা অনেক সম্মানজনক। সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয় বরং একজন আদর্শ সাংবাদিককে বলা হয় জাতির জাগ্রত বিবেক। একজন প্রকৃত সাংবাদিক হতে গেলে অবশ্যই ওই সাংবাদিককে সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে, সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ অন্যান্য বই বেশি বেশি করে পড়তে হবে। কারো সাথে বিবাদ বা শক্রতা করে সাংবাদ পরিবেশন না করে এবং কোনো অপরাধীর পক্ষ না নিয়ে সেই অপরাধীর অপরাধ তুলে ধরে সোপর্দ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তখনই সার্থকতা পাবে সাংবাদিকতা। পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *