মুরাদনগরে গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়াঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পাবেন, কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩০৬টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। আর সেই নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল বুধবার দুপুরে তিনি ওই নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন এবং তিনি নির্মান শ্রমিকদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার  (গোপনীয়) জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খাঁন প্রমুখ।এ সময় প্রশাসক কামরুল হাসান বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ভূমিহীনদের মাঝে ঘর প্রদান। এই মুজিববর্ষে একজন গৃহহীনও ঘর পাওয়া থেকে বাদ যাবে না ইনশাল্লাহ। সেই লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ কাজ করে যাচ্ছে। এই অর্থ বছরে আমরা কুমিল্লা জেলায় আঠারোশ ছিয়াশিটি ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মুরাদনগরে পূর্বের ৫৬টি ও বর্তমানের ২শ৫০টি মিলে মোট ৩০৬টি ঘর নির্মান করা হচ্ছে গৃহহীন পরিবারদের জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, এ শ্লোগানকে সামনে  রেখে সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। অসহায় মানুষের মাঝে শুধু ঘর নয়, থাকছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না করে নিজেরাই ঘর নির্মাণ করছেন। ফলে কম খরচে ভাল মানের ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *