দেবীদ্বারে আর,জে,টিভি,এস অটো শো-রোম’র উদ্ভোধন
এ,বি,এম,আতিকুর রহমান বাশার: দেবীদ্বারে আর,জে,টিভি,এস অটো শো-রোম’র উদ্ভোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় দেবীদ্বার পৌর এলাকার ফুলগাছতলা’র ‘মির্জা আব্দুল করিম ম্যানশনে ওই শো-রোম’র উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী সভায় ফরহাদুল হাসান সুমন’র সভাপতিত্বে এবং মো. খলিলুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি,এস অটো বাংলাদেশ’র রিজিউনাল ম্যানেজার হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. কামাল হোসেন, মো. আল আমিন। অন্যন্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ‘মির্জা আব্দুল করিম ম্যানশন’র স্বত্বাধীকার ‘হাজী মির্জা আব্দুল করিম, বিশিষ্ট সমাজ সেবক মো. শাহজাহান সরকার, হাজী মো. মোসলেহ উদ্দিন মানিক প্রমূখ। উদ্ভোধনী সভায় হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম’র পরিচালনায় মিলাদ ও দোয়া শেষে ফিতা কেটে আর,জে,টিভি,এস অটো শো-রোম’র শুভ উদ্ভোধন ঘোষণা করেন প্রধান অতিথি আর,জে, টিভি,এস অটো বাংলাদেশ’র রিজিউনাল ম্যানেজার হুমায়ুন কবির।