বাকেরগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
মোঃ রাব্বী মোল্লা,বরিশাল,বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পযায়) প্রকল্পের জিওবি খাতের (এপ্রিল-জুন-২০২১) মেয়াদের আওতায় এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। নিয়ামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে ইউপি চেয়ারম্যান আলহজ্ব মোঃ রুহুল আমিন শরিফ (মাছুম মাস্টার) এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ তহমিনা বেগম (মিনু)। বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যাম প্রসাদ অধিকারী, সহকারি তথ্য অফিসার লেলিন বালা, সহকারি প্রধান শিক্ষক রোকশানা বেগম, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন প্রমূখ ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ আরঅনেকে । উক্ত কর্মশালায় শিশু ও নারীদের সুরক্ষা, করোনায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।