করোনায় নাটোরে আরো মৃত্যু ৩ , শনাক্ত ৬২
সালাহ উদ্দিন , নাটোর : করোনায় আক্রান্ত হয়ে নাটোর,মারা গেছে আরও ৩ জন। এরমধ্যে বুধবার বিকেল সোয়া ৩ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন,নাটোর সদর হাসপাতালে ১ জন ও সদর হাসপাতালে মারা যাওয়া অপর একজন করোনায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এনিয়ে,নাটোরে মোট মারা গেলেন ৩৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬২ জন। এদের ম্যধ্যে গুরুদাসপুরে ৪, সিংড়ায় ৫, বাগাতিপাড়ায় ৪ ও সদর উপজেলায় ৪৯ জন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। সিভিল সার্জন ডাক্তার,মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,এ পর্যন্ত নাটোরে মোট ১৫১০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হলেন ২০৪৬ জন। গত ৩ জুন নমুনা সংগ্রহের,পর শহরের নীচাবাজার,এলাকার শমসেরের ছেলে রেন্টু(৭৫) মারা যান। নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পরে। এনিয়ে তাদের তালিকামতে মোট মৃত্যু ৩১। এরবাইরে সদর,উপজেলা প্রকৌশলী কার্যালয়ের, কার্যসহকারী নবী আহমেদ , ঢাকায় মারা গেছেন বলে জানা গেছে । অপরদিকে শহরের,বঙ্গোজ্জল এলাকার পঞ্চাননের ছেলে উত্তম কুমার মারা গেছেন।সেও করোনায় মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে।