নওগাঁর সাপাহার মডেল মসজিদের শুভ উদ্বোধন
নওগাঁ প্রতিবেদক: নওগাঁর সাপাহার উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গ বন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে হতে আজ ৫০টি মডেল মসজিদের ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নব নির্মিত মডেল মসজিদ প্রাঙ্গনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর ,সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাষ্টার সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।