শুভসংঘ দিল জমি। পুলিশ দিচ্ছে ঘর হতদরিদ্র মমতাজ বেগম পেলেন মাথা গুজার ঠাই

Spread the love

তানজলি নাহার মুক্তিঃ শুভসংঘ দিল জমি পুলিশ দিচ্ছে ঘর হতদরিদ্র মমতাজ বেগম পেলেন মাথা গুজার ঠাই। গতকাল রবিবার দুপুরে মুরাদনগর থানা কমপ্লেক্সে উপজেলার দরিকান্দি রহিমপুর গ্রামের অতিদরিদ্র মমতাজ বেগমের জমির দলিল হস্তান্তর করা হয়েছে। অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে তাঁর। এক বেলা খাবার জোটে তো আরেক বেলা জোটে না। অভাবের তাড়নায় বেঁচে থাকাই যেখানে দায়, সেখানে নতুন ঘরের স্বপ্ন তো শুধু মরীচিকা। তবু স্বপ্ন বুনতেন, একদিন একটা ঘর হবে। নিজের বাঁচার একটা ঠিকানা হবে। কিন্তু অভাবের জাঁতাকলে পিষ্ট জীবনে কি নতুন কোনো ঘর নির্মাণের স্বপ্ন দেখা অসম্ভব! মমতাজ বেগম ধরেই নিয়েছিলেন মৃত্যুর আগে তাঁর এই স্বপ্ন পূরণ হওয়ার নয়। অতিদরিদ্র মমতাজ বেগমের এই দুর্দশা নজরে আসে শুভসংঘের। শুভসংঘের বন্ধুরা ঠিক করলেন এই অসহায় মানুষটির পাশে দাঁড়াবেন। মমতাজ বেগমের একটি স্থায়ী ঠিকা ব্যাবস্থা করে দিবেন। বক্তব্য রাখেন,মুরাদনগর থানা ওসি সাদেকুর রহমান, শুভ সংঘের  উপদেষ্ঠা আজিজুল রহমান রনি, শুভসংঘের মুরাদনগর উপজেলা সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া ও মমতাজ বেগম। আরো উপস্থিত ছিলেন, শুভ সংঘের উপদেষ্টা ও সাংবাদিক আজিজুর রহমান রনি, সাংবাদিক হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, শামিম আহম্মেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *