কুমিল্লায় গুলিভর্তি রিভলবার সহ ৯ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব
আবুল কালাম আজাদঃ কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর অভিযান চালিয়ে ১৯ জুন দুপুরে কোতয়ালি থানাধীন দক্ষিণ চর্থাএলাকা থেকে ১টি বিদেশীরিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কুমিল্লা জেলার কোতয়ালি থানার দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল করিম ভ‚ইয়া এর ছেলে আব্দুল্লাহ আলটিপু ওরফে কানা টিপু (৩২)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশেরবিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উল্লেখ্য যে, তার নামে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ০৯ (নয়) টি মামলা রয়েছে।