বাকেরগঞ্জের কলসকাঠীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তিতুমীরের মোটর সাইকেলের টিটু খন্দকারকে সমর্থন
বাকেরগঞ্জ প্রতিবেদকঃ বাকেরগঞ্জের কলসকাঠীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম তিতুমীর হাওলাদার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মোটর সাইকেলের প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটুকে সমর্থন দিয়েছেন। শনিবার বিকেল ৪টায় বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী একেএম তিতুমীর হাওলাদার নিজের প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়ে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটুর মোটর সাইকেল মার্কায় তার সমথণ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার পিতা প্রয়াত জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য এবং শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তার পিতার রাজনৌতিক নেতৃত্বের সময় কলসকাঠী ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ড বর্তমান ৯ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ছিল নারাঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ১৯৮৫ সালে জাতির জনকের হত্যাকান্ডের পর একটি কুচক্রীমহল সেখান থেকে ওই ভোট কেন্দ্রটি ক্ষুদ্রকাঠীতে নিয়ে যায়। যেকারনে বৃহত্তর নারাঙ্গলবাসীকে এক প্রকার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়। পেশী শক্তির পতন ঘটাতে এবং ভৌগলিক প্রভাবে নারাঙ্গলবাসীর ভোট প্রদানের অধিকারকে পুনপ্রতিষ্ঠার জন্য তিনি আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটু ভাইয়ের সহযোগীতায় নারাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি প্রায় ৫০ বছর পর পুনঃস্থাপন করতে তিনি সক্ষম হয়েছেন।এতেই তার চেয়ারম্যান পদে নির্বাচনের ইচ্ছা পূরন হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তিনি আর নির্বাচনী মাঠে থাকতে আগ্রহী নন। তিনি আরও বলেন, কলসকাঠী ইউনিয়নের উন্নয়ন, সরকারী অর্থের সুষমবন্টন, স্বজনপ্রীতিহীন ইউনিয়ন পরিষদ গঠন সর্বোপরি এলাকাসীর মানসম্মান রক্ষার স্বার্থে তিনি চেয়ারম্যান প্রাথী ওয়াদুদ খন্দকার টিটু ভাইকে তার সমর্থন ব্যক্ত করে আগামী ২১ জুন তার কর্মী-সমর্থক ও ভোটারদের মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে টিটু খন্দকারকে চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান।