শাহগদা আব্দুল খালেক সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভূতাইল জয়ী

Spread the love

এম কে আই জাবেদঃকুমিল্লার মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যানের পিতার স্বরণে শাহগদা গ্রামবাসীর আয়োজনে মরহুম আব্দুল খালেক সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শ্রীকাইল ইউনিয়নের শাহগদা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উঃ জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ তমাল, উদ্বোধক ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহগদা গ্রামের আব্দুল ওহাব ভূইয়া, গোলাম দস্তগীর বাদল, নজরুল ইসলাম, শরিফ রেজাউল করিম, আব্দুল লতিফ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী ইমাম রুবেল, সদস্য মোঃ জসীম উদ্দিন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল প্রমূখ। বৃষ্টি বিগ্নিত ফাইনাল খেলায় নির্ধারিত ১০ ওভার নবীনগর উপজেলার বলদীবাড়ি একাদশ ১১১ রান করেন। রুমাঞ্চকর ম্যাচে মুরাদনগর উপজেলার ভূতাইল একাদশ ১বল হাতে রেখে ২ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের মাহফুজ ম্যান অফ দ্যা ম্যাচ ও আক্তার হোসেন ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট পুরস্কার লাভ করেন। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন নূর শাফায়েত টিনা ও মোঃ মানিক, ধারাভাষ্য দিয়েছেন রাসেল আহমেদ ও মোঃ সানি । শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান, ওবাইদুল হক রিন্টু, মুকুল সরকার, সাইদুল হাসান সৌরভ, রায়হান সরকার, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক কাউছার আলম, বাঙ্গরা পশ্চিম ইউপি সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজল, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম, ধানমন্ডি থানা ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, শ্রীকাইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান শ্যামল সহ রাজনীতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। চ্যাম্পিয়ন ভূতাইল দলের পুরষ্কার গ্রহণ করেন মোঃ নাজমুল হোসেন। দলের ম্যানেজার সাজ্জাদ হোসেন জানান এই নিয়ে মোট ১০টি বড় টুর্নামেন্টের ফাইনালে তার দল চ্যাম্পিয়ন্স হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *