মতলবে সরকারি রাস্তা কেটেই চলছে একাধিক অবৈধ ড্রেজার

Spread the love

আব্দুল মান্নান খান, মতলব প্রতিবেদক :চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলার নাযেরগাঁও দক্ষিণ ইউনিয়নের গোড়াধারীর কালিয়াইশ মাদরাসা ও দিঘীর পাড় সংলগ্ন সরকারি রাস্তা কেটে চলছে একাধিক অবৈধ ড্রেজার মেসিন। এতে কোন মাথা বেথা নাই এলাকার মেম্বার চেয়ারম্যান দলীয় নেতাকর্মী বা সংশ্লিষ্ট দপ্তরের। সরেজমিনে, মতলব দক্ষিণ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ওযার্ড ঘুরে দেখা যায় বিলগুলোতে বর্ষার পানি না আসলে অন্য যায়গা থেকে পানির ব্যাবস্থা করে হলেও চলছে একাধিক অবৈধ ড্রেজার। এতে নষ্ট হচ্ছে ফসলি জমিসহ পরিবেশের ভারসাম্য। কমছে সরকারে খাদ্যে সয়ংসম্পূর্নতার লক্ষমাত্রা। এছাও উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের গোড়াধারীর কালিয়াইশ মাদরাসা ও দিঘীর পাড় সংলগ্নে সরকারি রাস্তা কেটেই চালাচ্ছেন দুইটি অবৈধ ড্রেজার। এছাড়াও এমন দৃশ্য গেছে উপজেলার প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই সরকারের কোন অনুমতি ছাড়াই চলছে ফসলি জমি নষ্ট করে একদিকে বাড়ি অন্যদিকে পুকুর তৈরির কাজ। গোড়াধারীতে সরকারি রাস্তা কেটে দুইটি অবৈধ ড্রেজারের পাইপ নেয়ার বিষয়ে মালিক ছাদেকের সাথে কথা হলে তিনি বলেন আমি রাস্তার কাজ করা কন্টেকদারের সাথে কথা বলেই পাইপ নিয়েছি পরে তুলে নিবো। নায়েরগাঁও ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম বলেন, এলাকায় চলা ড্রেজারগুলোর বিষয়ে আমি জানি। ইউনো স্যার অসুস্থ তিনি সুস্থ হলে অভিযানে নামা হবে। এছাড়াও প্রায় প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওযার্ডে রয়েছে এমন অনেক অবৈধ ড্রেজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *