চাঁদপুরে ড্রেজার ব্যবসায়ীর রেহান উদ্দিন হত্যাকারী নোয়াখালির খোরশেদ আটক
মোহাম্মদ বিপ্লব সরকারঃ চাঁদপুর শহরের ট্রাকরোড খান বাড়ী সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলার প্লাট বাসা থেকে রেহান উদ্দিন মিজি (৫৫) নামে ড্রেজার ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকৃত খুনিকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)প্রেস ব্রিফিং এ বলেন, মুলত রেহান উদ্দিন হত্যার মুল কারণ হলো তাসের মাধ্যমে জুয়া খেলাকে কেন্দ্র করে।গত ২৩ জুন বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে হত্যা কান্ডের ঘটনাটি করা হয়।লক্ষ্মিপুর জেলার রামগঞ্জ থানার শেফালী পাড়ার ভুইয়া বাড়ির মৃত মোস্তফা ভুইয়ার ছেলে অটো চালক খোরশেদ আলম ভুইয়া (২৭) জুয়া খেলায় রেহান উদ্দিনের কাছে ৬৫ হাজার টাকা হেরে যায়।সেই থেকে খোরশেদ তাকে হত্যার পরিকল্পনা করে। ২৩ জুন খোরশেদ আলম রেহান উদ্দিন কে ২২ জুন জুয়া খেলার জন্য ওয়ারল্যাছ এলাকার গাড়ির গ্যারেজের মিস্ত্রি রফিকুল ইসলামের মোবাইল থেকে বেশ কয়েকবার রেহান উদ্দিন কে কল করে। নিজের মোবাইল ব্যবহার না করে অন্যের মোবাইল থেকে কল করা হয়।পরে তারা দু জনে রেহানরর ভাড়া বাসায় কার্ডের মাধ্যমে জুয়া খেলতে বসে।এর দু দিন আগে রেহান উদ্দিনের স্ত্রী পারভিন বেগম বাপের বাড়ি বেড়াতে যায়।এ সুযোগে তারা জুয়া খেলতে বসলে বাক বিতন্ডা হয়।এর এক পর্যায়ে খোরশেদ আলম রেহানরর ঘর থেকে দা নিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্হানে উপর্যপরি আঘাত করে রক্তাত্ব করে হত্যা করে।হত্যার পর খোরশেদ আলম রেহান উদ্দিনের রক্ত মাখা কাপড় চোপর খুলে বঙ্গবন্ধু সড়কের রেল লাইনের পাশে জঙ্গলে ফেলে দেয়।বুধবার ৩০ জুন তথ্য প্রযুক্তি ব্যবহার করে খোরশেদ আলম কে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মাঝি বাড়ি সংলগ্ন শাহজাহান গাজীর মেচ থেকে আটক করা হয়।গতকাল সকালে ঘাতক খোরশেদের দেখানো মতে জঙ্গল থেকে মামলার আলামত হিসেবে রক্ত মাখা লুঙ্গি, গেঞ্জি, তাস, লাইটার, সিগারেট প্যাকেট ও খোরশেদের একটি গেঞ্জি উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে ২ টি গরু চুরির মামলা রয়েছে। নিহত রেহান উদ্দিনেন স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।ওই মামলায় পুলিশ নিহত রেহান উদ্দিনের দ্বিতৃয় স্ত্রী স্বপ্না বেগম সহ ৪ জনকে সন্দেহ জনত ভাবে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। প্রেস ব্রিফিং কালে উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদ্বীপ্ত রায়,চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ, মামলার তদন্ত কারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইন্টিলিজেন্ট এনামুল তক চৌধূরী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, প্রেস ক্লাব নেতৃবিন্দু ও স্হানীয় পত্রিকার সাংবাদিক গন।পরে আসামী খোরশেদ আলমকে আদালতে প্রেরন করা হয়।