মুরাদনগরে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ লকডাউনে মাঝে হীরাকান্দ গ্রামে শতাধিক হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এক মালয়েশিয়া প্রবাসী। জানাযায়, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হীরাকান্দা গ্রামে প্রবাসী কল্যাণ সমিতির সহযোগিতায় মালয়েশিয়া প্রবাসী মোঃ মুঞ্জুরুর হাসানের অর্থায়নে শনিবার দুপুরে হীরা কান্দা গ্রামের বিভিন্ন পাড়ায় ভ্যানগাড়ীতে করে চাউল ডাল আলু ও পেয়াজ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়। প্রবাসী মুঞ্জুরুর হাসানের বাবা আব্দুল আওয়াল বলেন, লকডাউনের সব কিছুই স্থবির হয়ে আছে। সরকার নির্দেশ মতে মানুষগুলো ঘরবন্ধি রয়েছে। কর্মহীন হয়ে পরেছে। আমার সাধ্যমতে গ্রামের মানুষের পাশে থেকে উপলব্ধী করতে পেরেছি। মানুষ কত অসহায়। এসব সামগ্রী বিতারণ করতে গিয়ে বুঝতে পেরেছি। ঝাঁলমূড়ি বিক্রিতা আব্দুল কুদ্দুস বলেন, আমরা দিন এনে দিন খাই। লকডাউনে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় খুব কস্টে দিন যাপন করছিলাম। আজকের পাওয়া ত্রান আমার খুব উপকার আসবে। রিক্সা চালক ইসমাঈলের স্ত্রী সুখিয়া বলেন, আগেও মুঞ্জুরুর হাসান এ অসমেয় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রবাসে থেকেও তিনি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। মৃতঃ আব্দুল মতিনের ছেলে আবু কাউছার (১২) কান্না বিজরিত কন্ঠে বলেন, আমি এতিম। আমাদের ঘরে আয় রোজগার করার মতো কেউ নেই। তাদের জন্য মন থেকে দোয়া করছি।