চতুর্থ দিন মুরাদনগরে চলছে কঠোর লকডাউন

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়াঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে আজ।  প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন মুরাদনগর উপজেলা প্রশাসন,পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে গুনতে হচ্ছে জরিমানা। তবে জরুরি পরিসেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।  গত তিন দিন সরে জমিনে গিয়ে দেখা যায়, লকডাউনের চতুর্থ দিন রবিবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার মহা সড়ক, আঞ্চলিক মহাসড়ক, হাট-বাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছেন, মুরাদনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা অভিষেক দাশ, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্কাউট দল ও গ্রাম পুলিশ। চলমান এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত। -এর আগে গত ৩০ জুন দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ২১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) সব যন্ত্র চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *