লক্ষীপুরে অসুস্হ বৃদ্ধবাবার থাকার জায়গা হয়নি ৩ছেলের ঘরে
মোঃ বেল্লাল হোসেন নাঈমঃ লক্ষীপুর জেলার শহরে বয়োবৃদ্ধ অসুস্থ সফিকুল ইসলামকে ছেলেরা ঘর থেকে বের করে দেওয়া হয়।
শুক্রবার ৯জুলাই সকালে লক্ষীপুর পৌরসভার ১নং ওয়ার্ড বাগবাড়ি মেঘনা রোড আলম মঞ্জিলে এঘটনায় হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়োবৃদ্ধ অসুস্থ সফিকুল ইসলাম (৯৫)কে ঘর থেকে বের করে ঘরের সামনেই ফেলে রেখেছে সন্তানেরা। বাবা বয়স্ক হওয়ায় কোন ছেলে দায়িত্ব নিতে চায়নি। ছেলেরা হলো জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, শাহ আলম বিপু৷
ঘটনা জানতে পেরে লক্ষীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে বিষয়টি সমাধান করেন। বৃদ্ধের মেয়ে বাবার দায়িত্ব নিতে রাজী থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব হোসেন নিজের গাড়ীতে করে মেয়ের বাড়ীতে পৌঁছিয়ে দেন।