নক্ষত্রের অভিমান!——নজরুল মাহমুদ
আমি আজ আর কোন স্বপ্ন দেখিনা পাইনা খুঁজে অথৈ পারাবার কূল, সুনীল রবি,শিশির প্রহরী দ্বীপ্ত শ্বশি। জানিনা অভিমান কি ছিল! নীরব রাতের তারাগুলো অন্ধকারে খুঁজি, নিশাচরী বিহঙ্গীর মুক্ত কন্ঠে সুপ্ত বিরহ! নক্ষত্রের যষ্টি হারা সুনিবিড় বেদনায় চার দিকে দূ দূ বিতৃষ্ণার তিক্ত গ্লানি, চোখে পড়ে না আর সমুদ্রের মধ্য নীলিমায় উত্তাল ঊর্মির ব্যপ্ত মাতালে গাঙচিলের নন্দিত জল উদ্যাম, তবু্ও নিত্য খুঁজে বেড়াই স্বর্ণালী দিগন্তের শ্বাশত দিশা, অনন্ত স্বস্তির পরম নিশা, জোনাকির ক্ষীণ আলে অন্তিম অনাদিকালের শান্তি খুঁজি। প্রার্থীব বিপন্নতার জনভীরে বেঁচে থাকার একান্ত প্রার্থনা আজ আমার।।