জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা সভাপতি মিজানুর রহমান তোতা আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা শাখার প্রথম সভাপতি, দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা আর নেই । আজ ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তিনি করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসলেও অন্য জটিলতা দেখা দিলে আইসিইউতে রাখা হয়।
শনিবার সকাল ৭টার দিকে যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মিজানুর রহমান তোতা ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন। এর মধ্যে একটানা ৩৫ বছরই তিনি কাজ করেছেন দৈনিক ইনকিলাবে। যশোর সংবাদপত্র জগতে বিচরণ করে অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, একবার প্রেসক্লাব যশোরের সেক্রেটারি ও তিনবার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৭৭ সাল থেকেই ছড়া, কবিতা, সংবাদ লেখালেখিতে প্রবেশ। ১৯৭৮ সালে দৈনিক গণকন্ঠের রিপোর্টার, সমাচারের স্টাফ রিপোর্টার, ১৯৭৯ সালে দৈনিক স্ফুলিঙ্গের স্টাফ রিপোর্টার, ১৯৮০ সালে পিআইবির লং কোর্সের প্রশিক্ষণ, পরবর্তীতে দৈনিক স্ফুলিঙ্গের নিউজ এডিটর, দৈনিক ঠিকানায় এক্সিকিউটিভ এডিটর, দৈনিক আজাদের স্টাফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে সাপ্তাহিক ছুটি, সাপ্তাহিক পূর্ণিমায় খণ্ডকালীন লেখালেখি, তারপর থেকেই দৈনিক ইনকিলাবে একটানা ৩৫ বছরই তিনি কাজ করছেন।সাংবাদিকতার ওপর তার ‘মাঠ সাংবাদিকতা’ এবং আত্মজৈবনিক গ্রন্থ ‘ক্ষতবিক্ষত বিবেক’ খুবই সমাদৃত হয়েছে। প্রথিতযশা এই সাংবাদিক সাহিত্যচর্চা করেন বহুদিন।
সদা হাসিখুশি, প্রাণবন্ত ও আড্ডাবাজ মানুষ ছিলেন তোতা ভাই।ভাবিও অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। আল্লাহ দু’জনকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।