মানবজমিনের কসবা প্রতিনিধির মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক মানবজমিনের কসবা প্রতিনিধি সজল আহেম্মেদ খানের মা কাজী মারুফু বেগমে এন্তেকাল করেছেন। তিনি আখাউড়া দেব গ্রামের জামশেদ আহম্মেদ খানের স্ত্রী। বার্ধক্যজনিক কারণে বুধবার সকাল ১১টা দিকে দেবগ্রাম নীজ বাড়িতে এন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার জানাজার নামাজ বাদ মাগরিব দেবগ্রাম কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গণে অনুষ্টিত হবে। মৃত্যুকালে তিনি ৭ছেলে ২মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।