পরীমণি কারাগার মুক্ত

Spread the love

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলা আসামী জামিনের কারাগার থেকে মুক্তি চিত্রনায়িকা পরীমণির। বুধবার (০১/সেপ্টেম্বর/২১) সকাল সাড়ে নয়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন পরীমণি। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার শাহ শরীফ গণমাধ্যমকে এই তথ্য দি কুমিল্লা টাইসমকে জানিয়েছেন।

সূত্রে জানা যায়, কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমণিকে। তিনি সাদা পোশাকে ছিলেন এবং তাকে বহনকারী গাড়ি থেকে বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফিও তুলেন তিনি বুধবার সকাল সাড়ে ৮টায় পরীমণির খালু জসিম উদ্দিন ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী তাকে আনতে কারা ফটকে যান।

৫০ হাজার টাকা মুচলেকা এবং নারী, অসুস্থতা, অভিনেত্রী – এই তিনটি বিষয় বিবেচনায় (মঙ্গলবার) মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। তার জামিনের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন ধরনের মদ ও মাদকসহ পরীমণিকে আটক করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।

জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধার দেখানো হয়। তিন দফায় সাত দিন রিমান্ডের পর উচ্চ আদালতের হস্তক্ষেপে গ্রেপ্তারের ২৭ দিন পর জামিন পান তিনি। বুধবার পরীমণি কারাগার থেকে বনানীর বাসায় ফিরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *