মুরাদনগরে কৃষি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা
আবুল কালাম আজাদ ভূইয়াঃ বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের আওতায় ১ কোটি ১১ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কৃষি অফিস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত দোতলা ভবনের উদ্ভোধন করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা চত্বরে মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্ভোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত দোতলা ভবনের মিলনায়তনে কৃষক-কৃষাণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাঈন উদ্দিন আহমেদ। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিডাবিøউডির এক্সেন আবদুছ ছাত্তার, উপ সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন, মেসার্স এসএস ইন্টারনেশনালের ঠিকাদার মোঃ শামীম সরকার প্রমুখ।