মুরাদনগরে শিক্ষার্থীদের বরণ ইউএনও অভিষেক দাশ
নিজস্ব প্রতিবেদকঃ
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি অভিষেক দাশ। কলেজের প্রবেশ পথে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয়, বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড সেনিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রেখে সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মাস্ক বিতরণ করা হয়।
রোববার সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি অভিষেক দাশ। কলেজ অধ্যক্ষ মো: সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, সহকারী অধ্যাপক খোরশেদ আলম সরকার, কলেজ ছাত্র শফিউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষকমন্ডলীগণ।