মুরাদনগর শ্রীকাইলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৩৭তম জন্মবার্ষিকী উদযাপন

Spread the love

এম কে আই জাবেদ: কুমিল্লার ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজ ও শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৩৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শ্রীকাইল সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান মিকাইলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল হক সরকার, দেওয়ান মোঃ নকিবুল হুদা, ছিদ্দিকুর রহমান, প্রভাষক মোঃ সুমন মিয়া, জাকির হোসেন, জাকিরুর রহমান, মোঃ ওসমান গণি সরকার, সফিকুল ইসলাম, আবু জাফর, আবু সুফিয়ান, ফয়েজ আহম্মেদ, শাহিনুল ইসলাম পলাশ, কামাল হোসেন, সাকিনা আক্তার, সালমা পারভীন, সাবেক গভর্নিং বডি সদস্য সহিদুল ইসলাম বাবু, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, শ্রীকাইল গার্লস স্কুলের সাবেক সদস্য রফিকুল ইসলাম বেগ, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ এবং কলেজের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্যাপ্টেন দত্তের জীবনীর উপর রচনা লেখা ও সাতার প্রততিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতে শ্রীকাইল দত্ত বাড়ীতে কলেজের প্রদর্শক লিটন চক্রবর্তীর পরিচালনায় হিন্দু ধর্মীয় রীতি অনুসারে ‘হরিসভা’ করা হবে। অপরদিকে সকাল সাড়ে ১১টায় শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় ক্যাপ্টেন দত্তের কর্মময় জীবনে উপর আলোচনা করা হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক সাদেকুর রহমান, শারমীন সুলতানা, সাবেক ম্যানেজিং কমিটিংর সদস্য আব্দুস সাত্তার, সহিদুল ইসলাম বাবু , এ্যাডহক কমিটির বর্তমান সদস্য আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম বেগ প্রমূখ। ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত ১৮৮৪ সালে ২১শে সেপ্টেম্বর কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালের ৬ এপ্রিল কলকাতায় পরোলক গমন করেন। তাঁর বড় ভাই কামিনী কুমার দত্ত একজন বিজ্ঞ আইনজীবি ও ১৯৫৬-৫৮ সালে পাকিস্তানের আইন মন্ত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *