শহীদুর রহমান বাবুলের ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ হানিফ খান: শহীদুর রহমান বাবুলের ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। মরহুম সাংবাদিক শহীদুর রহমান বাবুল দৈনিক যুগান্তর দাউদকান্দি প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার প্রত্যাশার স্টাফ রিপোর্টার ছিলেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহিদুল ইসলাম শোভন।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিসচা’র পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেন, নিসচা সদস্য ডা: মোজাম্মেল হক, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, মোসাম্মৎ শেলিনা আক্তার, মো: সফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন চৌধুরী, এস.এম মিজান, কাওসার আলম সোহেল।
এসময় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সদস্যবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মরহুম সাংবাদিক শহীদুর রহমান বাবুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মূসা।
উল্লেখ্য ২০০১ইং সালের ২১ সেপ্টেম্বর সাংবাদিক শহীদুর রহমান বাবুল দাউদকান্দি থেকে নিজবাড়ি দশপাড়ায় বেবিট্রেক্সী যোগে যাওয়ার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর পেট্রোল পাম্পের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।