প্রযুক্তনির্ভির উন্নায়ন দেশ গড়তে হবে–সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন
আবুল কালাম আজাদ ভূইয়াঃ শিক্ষাথীদের লিখন ঘাটতি নিরাময় ঝরে পড়া রোধপ্রকল্পের মুরাদনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)। কবি নজরুল মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিশেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইফসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, ইউআরসি ইনষ্টাক্টার শহিদুল আমিন ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, গুঞ্জুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ভূইয়া, শিক্ষক ওয়ালিউল্লাহ, শিখা রানি সাহা ও উপস্থাপনা করেন বাঙ্গরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ। সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) বলেন,শিক্ষা যে কোনো দেশের উন্নয়নে সামনে থেকে নেতৃত্বে দায়িত্ব থাকে। তাই ডিজিটাল বাংলাদশে গড়ার লক্ষ্যে আমাদেরকে করতে হবে প্রযুক্তনির্ভির। প্রাথমিক ও মাধ্যমিকসহ শিক্ষা ব্যবস্থার সকল স্তরে ডিজিটাল ভিডিও ফুটজেরে মাধ্যমে শিক্ষা প্রদান পদ্ধতি চালু করা এবং সারা দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বতিত করতে হবে। সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন আরো বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নরে জন্য শিক্ষক বাতায়ন একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে কারগিরি ও মাদ্রাসা শক্ষিার বিভিন্ন বিষয়ে অডিও, ভিডিও, অ্যানমিশেন, চত্রি, ডকুমন্টে, প্রকাশনা ইত্যাদি কনটন্টে সংরক্ষতি রয়েছে।