শিক্ষাখাতে উন্নায়ন ছাড়া দেশ উন্নায়ন সম্ভব নয়-সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়াঃ এদেশে উন্নায়ন চাই তাহলে শিক্ষাখাতে উন্নায়ন ছাড়া উন্নায়ন সম্ভব নয়। জ্ঞানভৃত্তিক ডিজিটাল বাংলাদেশের গড়ে তোলাল লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিশেম্বর, ২০১৮ প্রকল্প ২০২১ ঘোষণা করেন। তখন থেকে ডিজিটাল বাংলাদেশ শুরু। এখন দৈনান্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছেন। ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য হলো- সমাজের শ্রেনী, বর্ণ, পেশা ও গ্রাম-শহর নির্বিশেষে সকল মানুষের দোরগোড়ায় সহজে এবং দ্রæততার সাথে সরকারি সেবা পৌছে দিয়েছেন। শিক্ষাখাতে উন্নায়ন ছাড়া দেশ উন্নায়ন সম্ভব নয় ।

শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরাময় ও ঝরে পড়া রোধকল্পে বুধবার বিকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের সাথে মতবিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এসব কথা বলেন।

বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হাজী মকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পরমতলা সব্দর খান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কুড়াখাল মাদরাসার সুপার মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *