পীর কাশীমপুর আওয়ামীলীগের কর্মী সমাবেশ
আবুল কালাম আজাদ ভূইয়াঃ নেতাদের সিএস আরএস (অতীত পর্যালোচনা) দেখে ইউপিতে নৌকার মনোনয়ন দেওয়ার আহবান করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশীমপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তৃণমূলের নেতা-কর্মীরা বক্তব্যে এ কথা বলেন। তাছাড়া বিভিন্ন এলাকার উন্নয়ন ও ভোগান্তির বিষয়টিও উপস্থিত নেতা-কর্মীদের কাছে তুলে ধরেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, অতীতের মতো বর্তমানেও মুরাদনগর আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা রয়েছে আকুবপুর ইউনিয়ন বাসীর। তৃণমূলের নেতা-কর্মীদেরকে মূল্যায়ন করেই ভবিষ্যত আওয়ামীলীগ পরিচালিত হবে এবং কর্মীদের সুখে দুখে যেসব নেতা সব সময় পাশে থাকবেন, তাদেরকেই মূল্যায়িত করা হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও উন্নয়নে বিশ^াসী। আমরাও সেই নেত্রীর আদর্শকে ধারণ করে মুরাদনগরকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। আকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বাবুল আহম্মেদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুক্তরাষ্ট্র (জর্জিয়া) আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর কাউছার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল বিল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রজ্জব হোসেন রাজু। অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিশতী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, বাঙ্গরা বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মনির খান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, ওমর ফারুক সরকার, বণ কুমার শিব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর প্রমুখ।