মুরাদনগরে জনপ্রতিনিধিদের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব দিতে হবে
আবুল কালাম আজাদ ভূইয়াঃসবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন এই শ্লোগানকে সামনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর/২১) সকালে মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভায় মুরাদনগর উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর সহকারী কমিশনার ভূমি সোমাইয়া মোমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা কবির হোসেন, মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার শিরাজুল ইসলাম মানিক, যুব উন্নায়ন কর্মর্তা মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধূরী, মৎস কর্মকর্তা ফয়েজুল ইসলাম, ডেভলাপম্যান জাহেদুল ইসলাম, দারোরা ইউনিয়ন পরিষদ মোঃ শাহ জাহান বিএসসি, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ ভারপাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, আল কোরআন তেলাওয়াত করেন, তাজুল ইসলাম, সাংবাদিক আজিজুল হক রনি , পাহারপুর ইউনিয়ন পরিষদ সচিব চন্দন কুমার দাস , আলোচনা সভায় উপস্থাপনা করেন বিআরডিবি গোলাম মোস্তফা, বিভাগীয় কর্মকর্তা গন ,ইউনিয়ন পরিষদের সচিব গন ও ইউডিসি উদ্যোক্তা গন, সাংবাদিক আবুল কালাম আজাদ ভূইয়া প্রমুখ।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে। উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন।
অভিষেক দাস বলেন, দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।