ফরিদ উদ্দীন সিদ্দিকীর স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদকঃ মানুষের সেবায় নিবেদিতপ্রাণ সমাজসেবী প্রয়াত ফরিদ উদ্দিন সিদ্দিকী’র উদ্দেশ্যে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে অনুষ্ঠানটি আজ (৭ অক্টোবর) বিকালে কুমিল্লা টাউনহলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷ বাপা’র সাধারণ সম্পাদক আলী আকবর মাছুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাটাব সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান। বক্তব্য রাখেন নাটাব সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, কুমিল্লা জেলা দোকন মালিক সমিতির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সনাক কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, সনাক কুমিল্লা সভাপতি রোকেয়া বেগম সেফালি, সাংবাদিক খায়রুল আহসান মানিক, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, প্রবীন সাংবাদিক আশোক বড়ুয়া, শিক্ষক আলা উদ্দিন, প্রয়াত ফরিদ উদ্দীন সিদ্দিকীর ছেলে মো. জাওয়াদ সিদ্দিকী শাফী, সংগঠক হরিপদ চৌধুরি, রেজবাউল হক রানা, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, উন্নয়ন কর্মী সালমা আক্তার, বেসরকারি সংস্থা প্রত্যায়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সালাউদ্দিন আহমেদ৷