৪০ মিনিট এক জাঁক মুরাদনগর প্রেসক্লাবের নবীন প্রবীন সাংবাদিক হাতিরঝিল ভ্রমন
ফয়জুল ইসলাম ফয়সালঃ ভাওয়ালের রাজার এস্টেটে হাতিরঝিলসহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতিরঝিল হয়। এই হাতিরঝিল ৪০ মিনিট পরিদশন করেন, মুরাদনগর প্রেসক্লাবের কাযনিবাহী পরিষদ সভাপতি আজিজুর রহমান রনি, সহ সভাপতি আবুল কালাম আজাদ,এমকেআই জাবেদ, সাধারণ সম্পাদকমাহবুব আলম আরিফ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,অথ সম্পাদক মাওলানা আবু ইউসুফ,সাহিত্য ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক সফিকুল ইসলাম, কাযনিবাহী সম্পাদক ফয়জুল ইসলাম ফয়সাল, কমিটির উপদেষ্ঠা হাবিবুর রহমান ও প্রভাষক ড. মনিরুজ্জামান ।
আবুল কালাম আজাদ ভূইয়া জানায়, আমরা হাতিরঝিল এসেছি, এই জায়গা নিয়ে পত্রপত্রিকায় অনেকবার ছবি দেখেছি, পড়েছি। নিজের চোখে এই প্রথম দেখলাম। ভাবতেই পারতেছি না ঢাকার ভেতরে এত বড় সুন্দর একটা জায়গা আছে। বিশেষ করে লেক দিয়ে নৌকা চলে, আবার উপরে ব্রিজ দিয়ে গাড়ি চলে, এই দুইটি বিষয়ই ভালো লেগেছে।