ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিষ্ফোরন নিহত ২, দগ্ধ ১০
আমির হোসেন: ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে বিষ্ফোরনের অগ্নিকান্ডে সুকানী কামরুল ইসলাম ও রিপন নিহত এবং ১০ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতক্ষদর্শীরা জানান, (১২নভেম্বর) শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকান্ডের সুচনা হয়। এতে জাহাজের ৮ জন কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বরিশাল নেয়ার পথে সুকানি রিপনের মৃত্যু হয়। ইঞ্জিন রুমে ফাটল ধরায় জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। যেকোন