ঝালকাঠিতে আসামি গ্রেপ্তার শাস্তির দাবীতে মানববন্ধন

Spread the love

আমির হোসেন: ঝালকাঠির রাজাপুরে ৫ম শ্রেণী পড়ুয়া শিশুকে যৌন নিপিড়নে মামলার আসামি মো. ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চাড়াখালি বাজারে স্থানীয় জনতার ব্যানারে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হালিমা বেগম, নাজমা আক্তার, ভূক্তভোগীর সহপাঠি মেহেজাবিন, ভূক্তভোগীর পিতা নাসির খান প্রমূখ। বক্তরা বলেন, গত ৯ নভেম্বর পুলিশ মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত ঐ মামলা একমাত্র আসামি ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার করতে পারেনি। তাই অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নজানায় তারা। যা দেখে আর কেউ শিশুদের সাথে এমন আচরণ করার সাহস না করে। অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *