মুরাদনগর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মুরাদনগর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতহয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিশেক দাসের সভাপতিত্বে উপজেলা মুরাদনগর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, মুরাদনগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডাক্তার নাজমুল হাসান,উপজেলা কৃষি অফিসার মইন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদার, ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক অফিসার পারভীন আক্তার, উপজেলা প্রানী সম্পদ ও ভ্যাটেনারী হাসপাতাল ডাক্তার ইশরাজ জেরিন, মৎস অফিসার মোঃ ফয়জুর রহমান, প্রকল্প বাস্তাবায়ন অফিসার আব্দুল হাই খান, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, কৃষি উপসহকারী অফিসার সুফি আহমেদ, ইউপি’র চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, নজরুল ইসলাম, বাবুল আহমেদ, ওমর ফারুক, বনকুমার শিব, শরিফুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল লতিফ, ফরোজ খান, ইকবাল, আবু মুছা, শফিকুল ইসলাম, জাকির হোসেন, আবুল কালাম আজাদ, আবুল হাসেম, ছামাদ মাজি, শাহজাহান বিএসসি,প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন, সাংবাদিক আজিজুল হক রনি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূইয়াসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।