“আমরা প্রিয় নবীজিরﷺ গোলাম” বলা কী শিরক? মানুষের নাম আব্দুল মুস্তাফা, আব্দুন নবী, গোলাম মোস্তাফা, গোলাম রাসূল কী করে হয়?

Spread the love

বিখ্যাত তাবিই সাইদ ইবনুল মুসায়্যিব রাহ. বলেন, হজরত ওমর ফারুক রা. খলিফা হওয়ার পর ভাষণ দেয়ার জন্য হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মিম্বরে আরোহণ করলেন। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা ও মহত্ব বর্ণনা করলেন। তারপর বললেন, “হে মানুষ সকল! আমি জানি তোমাদের কেউ কেউ আমার মাঝে কাঠিন্য ও কঠোরতা দেখতে পাও। এর কারণ হচ্ছে, আমি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে ছিলাম, আর আমি ছিলাম তাঁর আবদ তথা গোলাম ও খাদিম তথা চাকর। আর তিনি (প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন যেমনটা আল্লাহ পাক বলেছেন মু’মিনদের জন্য রাউফুর রাহীম (সূরা তাওবা, ৯ নং সূরা, আয়াত নং ১২৯) অর্থ্যাৎ অতি দয়ালু ও পরম স্নেহশীল।….

তথসূত্রঃ ইমাম হাকিম নিশাপুরীর, মুস্তাদরাক আলাস সাহিহাইন, জ্ঞানের অধ্যায়, ১৮৮ নং পরিচ্ছেদঃ হজরত ওমর ফারুক রা. খলিফা হওয়ার পর ভাষণ, হাদিস নংঃ ৪৪৫

এই হাদিসের সনদ সহিহ। ইমাম বুখারী রাহ.ও এই সনদ অনুযায়ী দালালাত করেছেন।  খলিফায়ে রাশেদ হজরত ওমর ফারুক রা. নিজেকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আবদ তথা গোলাম হিসেবে দাবি করেছেন। আর আমরা নিজেকে নবীজির গোলাম বললে আমাদেরকে ফতোয়া দেয়া হয়। আজব বিষয়।

নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ বা গোলাম মানে তাঁর খাদিম, তাঁর দ্বীনের খাদিম, ইসলামের খাদিম৷ আল্লাহ পাক হচ্ছেন আমাদের মাবুদ একমাত্র যার ইবাদাত করি আমরা। আমরা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দ্বীনের খেদমত করি সেই হিসেবে গোলাম। আর একমাত্র আল্লাহ পাকের ইবাদাত করি সেই হিসেবে আল্লাহর বান্দা। একটা রুপক আরেকটা হাকিকত।

রুপক ও হাকিকতের পার্থক্য যারা বুঝে না তারাই ফতোয়াবাজী করে।

হাদিসের আরবী মতন বিস্তারিত দিলাম আহলে ইলমের জন্যঃ

المستدرك على الصحيحين

كتاب العلم

خطبة عمر رضي الله عنه بعدما ولي الناس

188 – خطبة عمر رضي الله عنه بعدما ولي الناس

445 – حدثنا أبو جعفر محمد بن صالح بن هانئ ، ثنا أبو سهل بشر بن سهل ، ثنا أبو صالح عبد الله بن صالح ، حدثني يحيى بن أيوب ، عن عبد الرحمن بن حرملة

[ ص: 333 ] الأسلمي ، عن سعيد بن المسيب ، قال : لما ولي عمر بن الخطاب رضي الله عنه خطب الناس على منبر رسول الله صلى الله عليه وسلم فحمد الله وأثنى عليه ، ثم قال : ” أيها الناس ، إني قد علمت منكم أنكم تؤنسون مني شدة وغلظة ، وذلك أني كنت مع رسول الله صلى الله عليه وسلم فكنت عبده وخادمه ، وكان كما قال الله بالمؤمنين رءوفا رحيما ، فكنت بين يديه كالسيف المسلول إلا أن يغمدني ، أو ينهاني عن أمر ، فأكف وإلا أقدمت على الناس لمكان لينه ” .

” هذا حديث صحيح الإسناد ، وأبو صالح فقد احتج به البخاري

কৃতঃ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *