কুমিলার বরুড়ায় প্রিজাইডিং ও পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, ভোটগ্রহণ বন্ধ

Spread the love

আবুল কালাম আজাদ: কুমিল্লার বরুড়ায় প্রিজাইডিং কর্মকর্তাকে ছুরিকাঘাত ও কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১টার উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। ঘটনার সময় পুলিশ কর্মকর্তার পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার সময় দুর্বৃত্তরা কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এ সময় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তার বামহাতে ছুরিকাঘাত ও পুলিশ কর্মকর্তার কোমরে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ কর্মকর্তার পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পুলিশ কর্মকর্তাকে আবু হানিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আবু হানিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উপজেলার নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, হামলায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও এক এসআই আহত হয়েছেন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হবে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। বরুড়া উপজেলার ইউপি নির্বাচন বরুড়া উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন প্রার্থী, কর্মি সমর্থকদের মাঝে উক্তেজনা,ধাওয়া পাল্টা ধাওয়া, অফিস ভাংচুরের মত ঘটনা ঘটছে। ভবানীপুর ইউনিয়নে দু’ জন প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে,আগানগর ইউনিয়নে একজন মেম্বার প্রার্থী কে ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে জখম করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি হাসপাতালে চিকিৎস্যাধীন আছে। এদিকে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সরকার দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মি সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নের প্রতিটি এলাকায় সহিংশতার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আদ্রা,আড্ডা,খোশবাস,চিতড্ডা, ঝলম,পয়াল গাছা, লক্ষীপুর সহ বিভিন্ন প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর, অফিস পুড়ানোর ঘটনা হচ্ছে। এতে করে কর্মি সর্মথক, সাধারন মানুষ আহত হওয়ার মত ঘটনা ঘটছে। তাছাড়া প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরন বিধি লংঘনের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন তাৎক্ষনিক ভাবে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের বিভিন্ন প্রকার জরিমানা করা হচ্ছে। এদিকে প্রার্থীদের প্রচার প্রচারনার শেষ দিনে সর্বাত্মক শক্তি প্রয়োগ করা হচ্ছে। এবিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ, মো ইকবাল বাহার মজুমদার বলেন,নির্বাচনী সহিংশতার খবর পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করেন। উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মোঃ আযহারুল ইসলাম বলেন,নির্বাচনী আচরন বিধি মেনে প্রচার করা এবং আইন শৃঙ্খলার বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সহ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপুর্ন ভাবে করার প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *