গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দায় ভবানীপুর ইয়ং স্টার একাদশ চ্যাম্পিয়ন
ফয়জুল ইসলাম ফয়সালঃ উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্দা খেলা। কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় এ খেলা অনুষ্ঠিত হয়। বে-সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নব-উচ্ছাস যুব সংগঠন এই খেলার আয়োজন করেন। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির।
বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবক সাইফুল করিম খান ইমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ, সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল, ইউপি সদস্য আক্তার হোসেন, আনিসুজ্জামান দুলাল, সমাজ সেবক রুহুল আমিন, নাছির উদ্দিন, নব-উচ্ছাস যুব সংগঠনের সভাপতি ইমরান আহম্মেদ, সহ-সভাপতি গোলাম মোস্তফা, ওমর ফারুক, সাধারণ সম্পাদক আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।
তিন রাউন্ডের খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান শত শত উৎসুক লোকজন। খেলায় মোচাগড়া সেলিম মুন্সী একাদশকে হারিয়ে ভবানীপুর ইয়ং স্টার একাদশ’ জয়লাভ করে। খেলার ধারাবিবরণীতে ছিলেন, নব-উচ্ছাস যুব সংগঠনের কোষাধ্যক্ষ গোলাম ছামদানী।